ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর হত্যা মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে র্যাব ৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের বাসিন্দা মো. বলু মিয়ার ছেলে মাসুক মিয়া ও ছাদেক, ছোলমান শিকদারের ছেলে কাসেম শিকদার, মো. নান্নু মিয়ার ছেলে অহিদ মিয়া, মো. ছোলমান শিকদারের ছেলে ছারু শিকদার, মো. ছুর রহমানের ছেলে শাহদত খা, ও সুজন মিয়া, মৃত মিয়া বালীর ছেলে খোকন মিয়া, শানু মিয়া, সুজন মিয়া, মৃত জলফু মিয়ার ছেলে-বিল্লাল মিয়া এবং মোজাম্মেল সরকারের ছেলে মো. নছরু সরকার।
র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সুহেল জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি অভিযানিক দল মঙ্গলবার ভোর সকালে সদর উপজেলার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে হত্যা মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের সরাইল থানায় হস্তান্তর করা হয়। এই মামলার অন্যান্য পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের করতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম কামাল মিয়াকে বিরোধী পক্ষের লোকজন এলোপাতাড়ি মারধর শুরু করলে ভিকটিমের চিৎকার শুনে তার ছেলেসহ অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে আসে।
পরে বিরোধী পক্ষের লোকজন ভিকটিম ও তার ছেলেসহ অন্যান্যদের এলোপাতাড়ি মারধরের মাধ্যমে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় ভিকটিম কামাল মিয়া মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় ভিকটিমের ছেলে তোফায়েল মিয়া বাদী হয়ে ১১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৫৫ জনের নামে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গত ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]