মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি।
পঞ্চগড়ে ভারত থেকে আসা বিলুপ্ত প্রায় একটি মদনটাক পাখি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০- এপ্রিল) ২০২৪ ইং তারিখে পঞ্চগড় জেলার বোদা উপজেলা থেকে পাখিটি উদ্ধার করে বন বিভাগ। চলমান দাবদাহের মাঝে অসুস্থ অবস্থায় দলছুট হয়ে উপজেলার কলাপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ের নিচে থেকে পাখিটি পাওয়া যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুরে জেলার বোদা পৌরসভাধীন কলাপাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে পাখিটিকে উদ্ধার করে স্থানীয় যুবক সাকির ইসলাম।
সে গণমাধ্যমকে জানায়, পাশে বাদাম খেতে কাজ করার সময় বাঁশ ঝাড়ের উপর থেকে মাটিতে কিছু একটা পরতে দেখে ছুটে যাই। সেখানে গিয়ে অসুস্থ অবস্থায় পাখিটিকে দেখতে পাই। পাখিটি দ্রুত নিজ বাড়িতে নিয়ে এসে শরবত পানি ও খাবার স্যালাইন সহ বিভিন্ন খাবার খাওয়াই। এতে পাখিটি কিছুটা সুস্থ হয়।
পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে মদনটাক পাখিটিকে নিয়ে যায়। এদিকে বিলুপ্ত প্রজাতির এই মদনটাক পাখি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পাখিটি দেখতে অনেক মানুষ তার বাড়িতে ছুটে আসে। ধারনা করা হচ্ছে তীব্র গরমের মাঝে খোঁলা আকাশে উড়তে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে বিপন্ন প্রজাতির এই পাখি।
এ বিষয়ে বোদা উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল করিম জানান, ওই যুবকের বাড়িতে গিয়ে পাখিটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সুস্থ্য হয়ে উঠলে আবাও খোঁলা আকাশে তাকে অবমুক্ত করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]