ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জাল নোট তৈরির সরঞ্জাম ও জাল টাকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার মো. রাসেল হাজী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আদশা এলাকার আব্দুর রশিদ হাজীর ছেলে, ফেনী সদর উপজেলার আকরামপুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকার সাহাব উদ্দীনের ছেলে মো. সানি মিয়া।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের সদস্যরা জাল নোট প্রস্তুত করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন বাজারে সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে।
এই চক্রের সদস্যরা অল্প সময়ে অধিক মুনাফার আশায় আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। এরই প্রেক্ষিতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৮৮ হাজার ৫০০ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কী বোর্ড, মাউস, মাল্টিফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেন ইত্যাদি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের যুক্ত অন্যান্য সদস্যদের কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]