
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৪, ১১:৩৫ এ.এম
রানীশংকৈলে চোলাই মদসহ আটক -১

পেয়ার আলী : ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম -সেবা মহোদয়ের সুযোগ্য দিক নির্দেশনায় একটি চৌকস দল রানীশংকৈল থানায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জামিরুল ইসলাম রানা ( মাসুদ রানা) (৪৫) কে আটক করে পুলিশ।
গত ৩ মে (বৃহষ্প্রতিবার) রানীশংকৈল থানাধীন ৮ নং নন্দুয়ার ইউপির অন্তর্গত ভোলাপাড়া গ্রামের জনৈক মঙ্গল সরেনের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে ১৫ (পনের) লিটার দেশি চোলাই মদসহ হাতে নাতে আটক করে পুলিশ।
আটককৃত মাদককারবারি বালিয়াডাঙ্গী উপজেলা ফুলতলা গ্রামের আলহাজ্ব আ: আজিজের ছেলে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রানীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।