
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৪, ৮:১৫ পি.এম
হিজলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় খরিপ-১ মৌসুমে(২০২৪-২০২৫) প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন সংসদ সদস্য পংকজ নাথ।
হিজলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার ৪ মে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেছেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি।
উপজেলার ছয়টি ইউনিয়নের ৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার তানিয়া আক্তার, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপূর ইউপি চেয়ারম্যান মো.তৌফিকুর রহমান সিকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আগত কৃষক ও কৃষাণিগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।