
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৪, ১২:২৫ এ.এম
ব্রাহ্মণপাড়ায় ভারতীয় অবৈধ চোরাই গরু পাচারকালে চোরাকারবারিসহ গ্রেপ্তার-২

মোঃ অপু খান চৌধুরীি।।
ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে গাভী গরু পাচারকালে ২টি গাভী গরু ও একটি ষাড় বাছুরসহ ২ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ২ মে (বৃহস্পতিবার) কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ এর নির্দেশে থানার এসআই শাহাবুর আলম সঙ্গীয় ফোর্স গত ২ মে (বৃহস্পতিবার) বিকালে উপজেলার শশীদল ইউনিয়নে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই গাভী গরু পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শশীদল হরিমঙ্গল-শশীদল সড়কের এমরান ব্রিক ফিল্ডের সামনে থেকে বাদামী রংয়ের দুইটি ভারতীয় গাভী গরু ও একটি ষাড় বাছুরসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- উত্তর তেতাভূমি মফিজুল ইসলামের ছেলে মোঃ তারিকুল ইসলাম (৪০) ও উত্তর নাগাইশ আব্দুল হান্নানের ছেলে মোঃ আল-আমিন (৩৩). তাদেরকে শুক্রবার সকালে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।