
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৪, ১২:০৭ পি.এম
ঘাটাইলে বজ্রপাতে একজন নিহত

মোঃ সবুজ সরকার সৌরভ,
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে মো: ওয়াজেদ আলী খান (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৫ই মে (রবিবার) সকালে ঘাটাইল পৌরসভার ফতেরপাড়া এলাকা থেকে মৃতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। এর আগে শনিবার রাত ১১ টার দিকে বজ্রপাতে মারা যায় ওয়াজেদ।
ওয়াজেদ ঘাটাইল সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত সোনা খানের ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।
ঘাটাইল সদর ইউনিয়নের ইউপি সদস্য মো: রায়হান খান বলেন, ওয়াজেদ ভালো বাবুর্চি ছিলো। শনিবার রাতে উপজেলা শহরে কাজ শেষে রাত ১১ টার দিকে বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে ঘাটাইল পৌরসভার ফতেরপাড়া নামকস্থানে পৌঁছালে বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে রাতে ওয়াজেদ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে। রোববার সকালে স্থানীয়রা রাস্তার পাশে ওয়াজেদের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। বজ্রপাতে মৃত্যুর কারণে তাকে বাড়ির সীমানার মধ্যে দাফন করা হবে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, শনিবার রাতে এক হোটেল শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়। তার শরীরে বিভিন্ন অংশ বজ্রপাতে পুড়ে গেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।