মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীর আরিয়ালখাঁ নদীতে অভিযান চালিয়ে ৬টি অবৈধ বেহুন্দী জাল সহ ২জনকে আটক করা হয়েছে। গত ৪ মে শনিবার রাতে মুলাদী উপজেলার আড়িয়ালখাঁ নদীতে মুলাদী উপজেলা মৎস অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে ৬টি অবৈধ বেহুন্দী জাল জব্দ ও ২জনকে অবৈধ জাল সহ আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে আটক কৃত ২ জেলেকে ৪৫০০ টাকা করে মোট ৯০০০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা করেন, মুলাদী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলম, থানা পুলিশের নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর মোঃ আনিছুর রহমান। জব্দকৃত ৬ লক্ষ টাকার জাল মুলাদী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের সামনে পুড়িয়ে দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]