নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে রংপুরের কাউনিয়ায় প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি শাহ আলম (৪০) কে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
আবু তাহের @ পাগল তাহের এর স্ত্রী আসামী মোঃ শাহালম (৪০) এর জমিতে বাদাম রোপন, আলু ও মরিচ তোলাসহ বিভিন্ন কাজ করত। উক্ত কাজ করা বাবদ ভিকটিম আসামীর কাছ থেকে কয়েক দিনের মজুরীর বকেয়া টাকা পাওনা হয়। এর প্রেক্ষিতে গত ২৫/০৩/২০২৪ তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় আসামী মোঃ শাহালম (৪০) ভিকটিমের বাড়িতে মজুরীর পাওনা টাকা দেওয়ার জন্য প্রবেশ করে। আসামী বাড়িতে প্রবেশ করার পরে রমজান মাস উপলক্ষে তারাবীর নামাজের সময় হওয়ায় বাড়িতে পুরুষ লোকের অনুপস্থির সুযোগে ভিকটিমের মুখ চেপে ভিকটিমের বাড়ির পাশে আসামী মোঃ শাহালম (৪০) এর ভ‚ট্টা ক্ষেতে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় ভিকটিম কৌশলে চিৎকার করলে আসামী মোঃ শাহালম (৪০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন এসে ঘটনার সত্যতা প্রমাণ পায়। একই দিনে আসামী ঘটনাটি স্থানীয় শালিসের মাধ্যমে মীমাংসার করার কথা বললে ভিকটিমের পরিবার রাজি না হলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশাধনী-২০২০) আইনের ৯(১) ধারা মতে মামলা দায়ের করে। আসামী মোঃ শাহালম (৪০) মামলার পর থেকেই নারায়নগঞ্জের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানে উক্ত চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে।
এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ মে ২০২৪ ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার আমিন হাউজিং বন্দর থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী মোঃ শাহালম (৪০), পিতা-মৃত ইসমাইল হোসেন, গ্রামঃ ঢুষমারা, থানা-কাউনিয়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, ভিকটিম’কে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে রংপুর জেলার কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]