মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সেতাবগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে^ বেড়ে ওঠা মূল্যবান শতশত গাছ রাস্তুা প্রস্তুত করণের নামে কেটে ফেলার অভিযোগ উঠেছে। নির্বিচারে রাস্তুার এসব গাছ কেটে ফেলায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। অবিলম্বে গাছ কাটা বন্ধের দাবি জানিয়েছে তারা। দিনাজপুর থেকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের দুধারে রয়েছে অসংখ্যা ছোট বড় গাছ। অর্ধশত বয়সি এসব গাছ ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
কিন্তুু সড়ক সম্প্রসারন করার নামে হঠাৎই এই সড়কের ৮টি বাজারের কয়েক কিলোমিটার এলাকায় যেমন ধুকুরঝাড়ী বাজার, ঢেরাপাটিয়া, বটতলি, মঙ্গলপুর বাজার, চেয়ারম্যান রোড, পুলহাট, হাট মাধবপুর ও সেতাবগঞ্জ এলাকার প্রায় ৩শত বিভিন্ন প্রজাতির যেমন মেহেগুনি, কাঠাল, আম, আকাশমনি সহ সৌন্দর্য্য বর্ধন কৃষ্ণচুড়া ছোট ও বড় গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। প্রকৃতি যখন বিরুপ আচরন শুরু করেছে তখন এভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী।
সড়ক সংলগ্ন দুই ধারের গাছের পাশাপাশি সড়ক থেকে ১০/১৫ ফিট দুরেরও গাছ কাটা হচ্ছে নির্বিচারে। মুল সড়ক থেকে দুরে থাকা গাছ গুলো কেটে ফেলায় জনসাধারনের মনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে সরকারি প্রক্রিয়া মেনেই গাছ গুলো জেলা পরিষদের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে নিয়েছেন বলে জানান গাছ কাটার ঠিকাদার মোঃ আনোয়ার।
দিনাজপুর জেলা পরিষদের প্রতিনিধি মোঃ শাহনওয়াজ জানান, সড়ক সম্প্রসারনের জন্য নিয়ম মেনেই এসব গাছ কাটা হচ্ছে। জেলা সড়ক ও জনপথ বিভাগ যখন জেলা পরিষদের কাছে রিকুজিশন চায় এবং কোন কোন গাছ অপসারন করা হবে তারা নির্দিষ্ট করে দেয় তখনই আমরা সেই গাছ গুলো টেন্ডারে নিয়ে আসি। টেন্ডারের আসা এসব গাছ নির্দিষ্ট করে মারকিং করে রাখা হয়। মারকিং এর বাইরে কোন গাছ ঠিকাদার কাটতে পারবে না।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]