
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৪, ৩:০২ পি.এম
হোসেনপুরে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি, চাষীদের মাথায় হাত।
![]()
মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে সেচ কাজে ব্যবহৃত ৩টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোর হওয়ার আগে কোন এক সময় উপজেলার সিদলা ইউনিয়নের চরবিশ্বনাথ পুর গ্রামের কৃষক কফিল উদ্দিন, অব্দুল মোতালিব ও কৃষক আহমেদ আলী তাদের সেচ কাজে ব্যবহৃত এ ট্রান্সমিটারগুলো চুরি হয়। এতে সেচ চলতি বোরো মৌসুম ও সবজি চাষে অনিশ্চিত হয়ে পড়েছে।
কৃষক রাজু মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত মটার চালু ছিলো এর পর রাতে মেশিন বন্ধ করে রেখে বাড়িতে চলে আসে পর দিন শুক্রবার সকালে গিয়ে দেখেন ওই এলাকার আরো ২টি সহ ৩ জায়গা থেকে ৩টি ট্রান্সমিটার চোরেরা চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে বিদ্যুৎ অফিসে জানানো হলে লাইন ম্যান মো.রিপন মিয়া চুরি হওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি ১০ কেভি ও ২টি ৫ কেভির ট্রান্সমিটার চুরি হয়েছে যার বাজার মূল্য এক লাখ ৪৫ হাজার টাকা বলে জানান। চুরি বিষয়টি লাইনম্যান দ্বারা নিশ্চিত হয়ে রির্পোট করে থানায় অভিযোগ দায়ের করবেন বলে হোসেনপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ সোহেল রানা জানান।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ট্রান্সমিটার চুরি বিষয়টি আমাকে কেহ জানায়নি। বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। কেহ অভিযোগ দায়ের করলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।