
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৪, ১:৫৫ পি.এম
কাউখালীতে গরমে বাড়ছে রোগ বালাই।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে চলমান তীব্র তাপে অসহ্য গরম পড়ছে। জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। বাড়ছে বিভিন্ন প্রকার রোগ বালাই। বেশ কিছুদিন ধরে বৃষ্টিহীন আকাশ। সারা দেশের মতো খরার কবলে পড়েছে কাউখালী। দিনে সূর্যের তীব্র তাপে কোনভাবেই বাহিরে বের হওয়া যায় না। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে শরীর থেকে ঘাম ঝরে অনবরত।ঘাম বসে বুকে কফ জমে মানুষ আক্রান্ত হচ্ছে সর্দি ,কাশি ,নিউমোনিয়া ও জ্বরে। বেশিভাগ আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এদের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড জানান, এই অসহ্য গরমে নানারকম রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে সকল শ্রেণীর মানুষ। প্রতিনিয়ত অনেকেই আসছেন চিকিৎসা নিতে। বেশিরভাগ রোগীর কোমরে ও শরীরে ব্যথা, ডায়রিয়া, হিট স্ট্রোক, ভাইরালজনিত জ্বর কাশি। প্রতিদিন আউটডোরে ২০০/২৫০ রোগী চিকিৎসা নিচ্ছেন। জরুরী বিভাগে ৪০/৫০ রোগী চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো জানান, বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র তিনজন চিকিৎসক রয়েছেন। চিকিৎসক সংকট থাকার কারণে রোগী দেখতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, দিনের বেলায় সহজে বের হওয়া থেকে বিরত থাকতে হবে, প্রয়োজন হলে ছাতা নিয়ে বের হতে হবে। প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে, বাসি ও খোলা খাবার খাওয়া যাবে না। সহজে হজম হয় এধরনের খাবার খেতে হবে। বেশি অসুস্থ হলে প্রয়োজন বোধে নিকটতম চিকিৎসকের পরামর্শ নিন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।