
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৪, ৪:৩৭ পি.এম
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিতে স্থান পেলো সলঙ্গার নাঈম

মোঃ আখতার হোসেন হিরন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৪ মে) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র মতে, সলঙ্গার কৃতি সন্তান ছাত্রলীগের তরুণ নেতা মোঃ আবু নাঈমকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আগামী দিনের ছাত্রলীগের সকল কার্যক্রম, আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকার জন্য ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।