
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৪, ৬:৩০ পি.এম
ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার গ্রেফতার- ২

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
৭ মার্চ (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভালুকা পৌরসভার ৮নং ওয়ার্ডের এ.আর ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ের ঢাকাগামী লেন হতে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-২২০০) এ ভর্তি ৪০০ বস্তা চিনি উদ্ধার করা হয়। এসময় গাড়ির ড্রাইভার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত মনির হোসেনের ছেলে মোঃ আবিদ হোসেন (২৩), ও হেলপার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মোঃ নিয়ামত আলীর ছেলে আল আমীন (২৩) কে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৪০০ (চারশত) বস্তা ভারতীয় চিনি, যার মোট ওজন ২০,০০০ (বিশ হাজার) কেজি। যার মোট মুল্য ২৫,২০,০০০/- (পঁচিশ লক্ষ বিশ হাজার) টাকা। এসআই(নিঃ) মোঃ হাসান উদ দৌলাহ ওই চিনি জব্দ করেন। এ বিষয়ে মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।