মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: তরুণীকে (১৬) অপহরণের পর ধর্ষণ মামলার আসামি জামিল হোসাইন ওরফে তারেককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৬ মে) দিনগত রাত সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ জামিল হোসেন ওরফে তারেক জামিল (২২), সে নওগা জেলার মহাদেবপুর থানার ফাজিলপুর (জেলেপাড়া), গ্রামের মোঃ আইনুল ইসলাম ওরফে আয়নাল হকের ছেলে। মঙ্গলবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী তারেক জামিল ঘটনার সত্যতা স্বিকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলার মহাদেবপুর থানার মামলা নং- ১২/৪৬, তারিখ- ১১ ফেব্রুয়ারী ২০২৪, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সালের (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]