নিজস্ব প্রতিবেদক
৩য় কিস্তির পর।।
মাদরাসার নামে জমি দখল :
বেলালের ভাই সরিফুল ইসলাম চট্রগ্রাম হাটহাজারী থেকে মুফতী হয়ে এলাকায় আসেন। এর পরই মানুষকে বেহেস্তের স্বপ্ন দেখিয়ে মসজিদ-মাদরাসার নামে কিছু জমি রেজিস্ট্রি করে নেন এবং কিছু মানুষকে মসজিদের নামে দান করান। কিছু জমি রেজিষ্ট্রি না করে দখল করে নেন।
বালিয়াডাঙ্গী দারুল উলুম মাদরাসার সুপার আব্দুল কুদ্দুস জানান, আমাদের মাদরাসার যায়গাটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। একাধীক বার জমির বিষয়টি বলার পরও সমাধান করছেন না তারা।
সহযোগিতার নামে মানুষের দৃষ্টি নেওয়া:
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ওয়েলবীং বাংলাদেশ সোসাইটি এর তত্ত্বাবধানে গ্লোবাল রিলিফ ট্রাস্ট (GRT) এবং এল আই এ রিলিফ ট্রাস্ট সহ বিভিন্ন দাতা সংস্থার এর অর্থায়নে জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম, তার নিকট আত্মীয় স্বজনের নিকট ত্রাণ বিতরণ করেছেন। শরিফুল বড় ভাই সুদের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক
গণ উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বেলাল কে দিয়ে তালিকা করেছে। বেলালের সুদের প্রতিষ্ঠানের কর্মচারি ও সদস্যদের মাঝে ত্রাণ প্রদান করেছে বলে অনুসন্ধানে এরকম তথ্য প্রমান পাওয়া গেছে।
মানুষের প্রতি অত্যাচার:
মানুষের প্রতি অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।হঠাৎ অনেক টাকার মালিক হয়ে যাওয়ার কারণে মানুষকে মানুষ মনে করেন না বেলাল ও তার পরিবারের লোকেরা।প্রতিবেশী আকরাম চৌধুরী, ইসলাম, মাহাবুব আলম মানু, মোজাফর, সংগে ভালো সম্পর্ক নাই তার।সাংবাদিক রমজান আলী ও বেলাল উদ্দিন একে অন্যের প্রতিবেশী।ইতোমধ্যে বেলাল সাংবাদিক রমজানের ঘরের ওয়াল ঘেঁষে সীমানা প্রাচির করলে তার সংগে সম্পর্কের অবনতি হয়।ইতোমধ্যে অনেক প্রতিবেশীকে মামলায় ফেলে জেরবার করেছেন এমন অভিযোগ ঊঠেছে। চলবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]