মামুন হোসেন স্টাফ রিপোর্টার: তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। অস্বস্তিতে ছিল প্রাণীকূলও। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। পিরোজপুরে বৃষ্টি হয়েছে। সোমবার (৬ মে) বিকেল ৫টা থেকে রাত ১১টা প্রযর্ন্ত টানা বৃষ্টি হয়। ফলে আজ মঙ্গলবারও পিরোজপুর বাসীর প্রাণে এখন স্বস্তি ও শান্তি বিরাজ করছে।
জানাগেছে, সোমবার বিকালে জেলা সদর, ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ, ইন্দুরকানি, মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলায় একযোগে বজ্র সহ দমকা হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হয়। মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে। অনেকে মৌসুমের প্রথম বৃষ্টিতে গা ভিজিয়ে নেন। এ জেলার জনপদে এখন ঠান্ডা হাওয়া বিরাজ করছে।
অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান, দেন স্বস্তির বৃষ্টি কথা। এদিকে টানা ৬ ঘণ্টা ভারী বৃষ্পিপাত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে। অপর দিকে এ জেলার কচানদীসহ অন্য নদীগুলোতে পূর্বের চেয়ে তিন-চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বলেন, সারাদেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বরিশাল বিভাগও এর বাইরে নয়। তবে গতকাল থেকে দেশের বেশকিছু জেলায় বৃষ্টি হচ্ছে। এ সময়টাতে তাপমাত্রা হালকা কমবে তবে, আবার বাড়বেও।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]