মোঃ সোহাগ নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাচনে যাচাই- বাছাইতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৮ জন প্রার্থীই বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
জেলা রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার কর্তৃক ৫ মে যাচাই- বাছাই শেষে টানানো বৈধ প্রার্থীদের তালিকা সূত্রে বৈধ প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান ও সাবেক ছাত্র লীগ ও যুবলীগের নেতা মোঃ রেজাউল করিম সোয়েব।
ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী হলেন, মো.আফজাল হোসেন, মো. হাসান সিকদার, চিন্ময় বণিক, সাইদুর রহমান, মোঃ ফারুক হোসাইন, মোঃ সহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ( দুলাল), মোঃ আনিচুর রহমান, মোঃ সালাউদ্দিন হীরা, মোঃ সহিদুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি,মোসাঃ নাসিমা আক্তার, কামরুন নাহার শিমুল ও মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন।
এ নির্বাচনে প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহন ২৯ মে বুধবার। সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন। প্রতীক প্রাপ্তির আগেই প্রার্থীরা গনসংযোগ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট ও চাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]