মোঃ আব্দল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।রাতে সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার জায়েদ ইবনে আবুল ফজল ফলাফল ঘোষণা করেন।
পঞ্চগড় সদর উপজেলায় এ এস মো. শাহনেওয়াজ প্রধান ঘোড়া প্রতীকে ৩১ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে মো.আমিরুল ইসলাম ভোট পেয়েছেন ১৫ হাজার ৩৮৭।উপজেলার ৭৮ টি কেন্দ্রে ৫২ হাজার ৩৪৭ জন ভোটার তার ভোট প্রদান করেছেন। মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ২৬ হাজার ২৯৭ জন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]