উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়া উপজেলার শ্যানপুকুরিয়া সার্বজনীন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী অক্ষর তৃতীয়া উপলক্ষে ৩ দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ৯ মে থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হবে ১১ মে।
নবনির্মিত রাধামাধব মন্দিরের উদ্বোধনের পাশাপাশি এখানে অনুষ্ঠিত হচ্ছে হোম যজ্ঞানুষ্ঠান,মঙ্গল আরতি,হরিনাম জপযজ্ঞ,দর্শন আরতি,গুরু পূজা,ভাগবত পাঠ,কীর্তন,ধর্মীয় আলোচনা সভা,মহাপ্রসাদ বিতরণ।মানব সমাজে শান্তি,সমৃদ্ধি এবং মৈত্রীর প্রতিষ্ঠা করে সকলকে ঐক্যবদ্ধ করার প্রয়াস এটি।
এখানে ভারতের শ্রীধাম-বৃন্দাবন থেকে বিভিন্ন নামি-দামি ধর্মপ্রচারকের আগমন ঘটবে।ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা করবেন শ্রীধাম-বৃন্দাবন থেকে ত্রিদন্ডি স্বামী শ্রীমদ্ভক্তি সমাশ্রয় দয়ানন্দ বন মহারাজ।
অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন রাধামাধব মন্দিরের সভাপতি অধীর কুমার হালদার এছাড়াও সার্বিক সহায়তায় রয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের ডিজিএম নির্মলেন্দু মজুমদার,শ্যানপুকুরিয়া দুর্গা মন্দির কমিটির সভাপতি কার্তিক চন্দ্র হালদার,সাধারণ সম্পাদক প্রেমানন্দ মলঙ্গী,কোষাধ্যক্ষ উত্তর কুমার হালদার,রঞ্জন কুমার হালদার,শ্যানপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উত্তম কুমার মৈত্র,পার্থ হালদার সহ অনেকে।এছাড়াও সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছেন শরৎচন্দ্র বিশ্বাস।১০ থেকে ১২ বছর আগে এখানে রাধামাধব মন্দির প্রতিষ্ঠিত হয়।