মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীর গাছুয়া ইউনিয়নে জোরপূর্বক শহিদ খানের জমির ফসল কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্যগাছুয়া গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলাম খানের পুত্র শহিদ খানের ভোগদখলীয় সম্পত্তিতে রোপিত সয়াবিন শনিবার সকালে কেটে নিয়ে যায় শহিদ খানের সৎভাই মাসুদ খান ও তার লোকজন। এসময় তারা জমির পুরানো পিলার উপরে ফেলে নতুন করে পিলার স্থাপন করে জমি দখল করে নেয়।
জমির মালিক শহিদ খান জানান, জোর পূর্বক ফসল কেটে নেয়া ও জমি দখলের সময় মাসুদ খানের সাথে ছিলো মৃত মকবুল আহম্মেদের পুত্র শাহিন খান, মৃত আঃ জলিল এর পুত্র সোবাহান, মাসুদ খানের পুত্র আল আমিন খান, জাহাঙ্গীর খানের পুত্র কবির খান, আকবর আলী গোমস্তার পুত্র আঃ মন্নান গোমস্তা, ইসমাইল বেপারীর পুত্র টুনু বেপারী, আরশেদ আলীর পুত্র রফিক ঘরামী, মেছের সরদারের পুত্র মনির সরদার, মাসুদ খানের পুত্র মানিক খান, তাজিম খান, মতিউর রহমান খানের পুত্র বাচ্চু খান, শাজাহানের পুত্র বাবু, শাহ আলমের পুত্র সমুন, জালাল এর পুত্র রুবেল, ইনজত আলীর পুত্র মনির। শহিদ খানের সম্পত্তিতে বরগা ফসল আবাদ করেন স্থানীয় মৃত মানিক সরদারের পুত্র হেলান সরদার।
বরগাইত হেলান সরদার বলেন, অভিযুক্তরা জোর পূর্বক ফসল কেটে নেয়ার সময় আমি তাদেরকে নিষেধ করলেও তারা জোর পূর্বক ফসল কেটে নিয়ে জমিতে পিলার স্থাপন করেন। উল্লেখ্য শহিদ খানের প্রতিপক্ষের লোকজন একটি মামলার আসামী হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর মিমাংশার কথা বলে গত ৯ মে আদালত থেকে মিমাংশার কথা বলে জামিন লাভ করে বাড়ী ফিরেই বেপরোয়া হয়ে শহিদ খানের ভোগদখলীয় সম্পত্তির ফসল কেটে নিয়ে সেই জমি জোর পূর্বক দখল করে নেয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]