
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৪, ৯:৫৯ পি.এম
ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, কাটার, ছুরি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
১০ মার্চ (শুক্রবার) রাতে এসআই মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে ভালুকা মডেল থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। উপজেলার ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের সামনে একটি পিকআপ গাড়ীতে অবস্থানকালে তাদের গ্রেফতার করা হয়।
এসময় উপজেলার মেদুয়ারী গ্রামের আঃ সালামের ছেলে আঃ কাইয়ুম (৩০), বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে মোঃ শান্ত মিয়া (২৫) ও বিরুনীয়া পশ্চিম পাড়ার মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ (২৬) কে আটক করতে পারলেও অজ্ঞাত আরো ৫/৬ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সাদা রংয়ের মাহেদ্র পিকআপ গাড়ী (ঢাকা-মেট্রো-ন-২৩-১৭০২), ২৩ ইঞ্চি লম্বা ১টি ধারালো ছুরি, ১৮ ইঞ্চি লম্বা ১টি ধারালো ছুরি, ৩১ ইঞ্চি ১টি লোহার রড, ২৪ ইঞ্চি লম্বা ১টি নীল রংয়ের লোহার তৈরি হ্যান্ড কাটার, ৪০ হাত লম্বা ১টি রশি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক সহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ এলাকায় চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। শনিবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।