
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৪, ১১:২৪ পি.এম
নলছিটি ভেরনবাড়িয়া প্রাইমারী স্কুলের সভাপতি হলেন সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান

মশিউর রহমান রাসেল।।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ১৫৭ নং উত্তর ভেরনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মহব্বত আলী স্কুল আ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মাহবুবুর রহমান (মিলন)। মাহবুবুর রহমান একজন আদর্শ শিক্ষক পিতার আদর্শ সন্তান। তার বাবা তালতলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক প্রায়াত মোঃ সোহরাব উদ্দিন হাওলাদার।
নব-নির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান কমিটির সকল সদস্য সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের সহযোগিতা চেয়েছেন যাতে করে, তার উপর অর্পিত দায়িত্ব তিনি সঠিক ভাবে পালন করতে পারেন। তিনি দীর্ঘ বছর যাবৎ সুনামের সাথে তার পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী ও অভিভাবকসহ সকলের কাছে রয়েছে তার জনপ্রিয়তা।
তিনি জানান আমি একজন শিক্ষক হিসেবে সবসময় প্রতিষ্ঠানের সহকর্মী, আমার প্রানপ্রিয় স্নেহের ছাত্র ছাত্রীদের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেস্টা করি এবং ভবিষ্যতেও করবো। নতুন যে দায়িত্ব আমার উপর অর্পিত হলো সেটি আমার সততা, যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে সঠিকভাবে পালন করার চেস্টা করবো। জানা যায় তিনি এই পদে দায়িত্ব পাওয়ায় ওই এলাকার অভিভাবকরাও খুশি হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।