রোমান আকন্দ, জবি সংবাদদাতাঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন ব্যান্ড দলের সমন্বয়ে গঠিত ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল কবির ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন আল আরাবি।
আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের মডারেটর ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে এলিন উল্কা, আরাফাত ওয়াহিদ, সান সাহা অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাহুল চৌধুরী, ফাহিম হাসান দীপ্ত, একেএম মারুফ উল আলম, সাংগঠনিক সম্পাদক তাকরিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শোভন চক্রবর্তী, দপ্তর সম্পাদক অভিষেক দাশ অর্ণব, অর্থ সম্পাদক ব্রজ গোপাল রয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ, অনুষ্ঠান সম্পাদক হিসেবে অভিজিৎ রয়, মিডিয়া ম্যানেজার হিসেবে রয়েছেন আহনাফ তাহমিদ ফাইয়াজ, আতিক মেসবাহ লগ্ন, লিগ্যাল উপদেষ্টা হিসেবে আছেন সাদিয়া আক্তার।
এ কমিটিতে সদস্য হিসেবে শাহ রাকিব সোবহান, অরুপ রতন, মো. শিহাব উদ্দিন, মাহমুদ হাসান আরিফ, সুরুজ চন্দ্র রায়, পলক শাহা, রিদয় সরকার দায়িত্ব পেয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম দায়িত্ব পালন করবেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]