
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ৬:০৪ পি.এম
সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আখতার হোসেন হিরন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
রুখবো দুর্নীতি,গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহ. শামসুল হক। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা সদরের ধানগড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। রানারআপ হয়েছে উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে ধানঘরা উচ্চবিদ্যালয়ের দলনেতা মারজিয়া মাহজাবিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুল আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফিরোজ উদ্দিন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নূরন্নবী মিঞা,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মোঃ মোহায়মেনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন- অর রশিদ, ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন শেখ, রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, দাদপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার আটটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিগণ। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।