
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ৩:২৫ পি.এম
স্কুল ভবন নির্মাণে বাধার অভিযোগে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের আফসার উদ্দিন পাটোয়ারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে কতিপয় কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্রে ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
সোমবার সকালে ইউনিয়নের চরখন্দকার গ্রামের জেলে পাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শতশত স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করে।
সূত্রে জানা গেছে, ২০১৬ সালে নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা প্রান্তিক জনগোষ্ঠী ও হতদরিদ্র জেলে পরিবারের সন্তানদের জন্য আফসার উদ্দিন পাটোয়ারীর ওয়ারীসেরা দান করা ৩৩ শতাংশ জায়গার উপর স্থানীয়দের পৃষ্ঠপোষকতায় টিনশেড ঘর দিয়ে গড়ে ওঠে স্কুলটি। এর পর থেকে স্কুলটিতে প্রান্তিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রাণবন্ত। বর্তমানে স্কুলটিতে ২৩০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এ অবস্থায় স্কুলের টিনশেড স্কুল ঘরে ছাত্র-ছাত্রীদের জায়গা না হওয়ায় কমিটির পক্ষ থেকে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু কুচক্রী মহল এবং ভূমিদস্যুরা স্কুলের ভবন নির্মাণের জায়গাটিতে মালিকানা দাবি করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কারণে নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ রয়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে কোমলমতি শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বলেন, ভূমিদস্যু বিপ্লব বাহিনীর অব্যাহত ষড়যন্ত্রে আমাদের এই অবহেলিত এলাকার একমাত্র স্কুলটি আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাদের অব্যাহত ষড়যন্ত্রে স্কুল ভবন নির্মাণ করতে বাধাগ্রস্ত হচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুর হোসেন বলেন, এই স্কুলটি এ এলাকার শিক্ষার আলো জালানোর একমাত্র বাহন। কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে স্কুলটি প্রাণবন্ত। দিন দিন শিশু শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। স্কুলের জমিতে ভবন নির্মাণ করতে গেলে স্থানীয় ভূমিদস্যুরা উঠে পড়ে লেগেছে। তাই সকলের সহযোগীতা কামনা করছি।
সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা নুর নবী তোতা বলেন, চিন্হিত ভুমিদস্যু বিপ্লব ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে স্কুল ভবন নির্মাণের কাজে বাধা সৃষ্টি করছে।আমরা এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে ভূমিদস্যু বিপ্লবের গ্রেফতার চাই ও স্কুল ভবন নির্মাণে সহযোগিতা চাই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দাতা সদস্য মাস্টার জহিরুল ইসলাম অভিযোগ করেন, শুরু থেকেই বর্তমান স্কুল ভবন নির্মাণে বাধাদানকারীরা স্কুল পরিচালনায় অসহযোগীতা করে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ তাদের বিরোধিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।
অভিযোগের বিষয়ে জানতে বিপ্লবের মুঠোফোনে কল দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শফিউল্লাহ চুট্টো মহাজন, মহিলা ইউপি সদস্য রোকেয়া আক্তার, সাবেক ইউপি শিউলি রানী দাস, চরছান্দিয়ার সাবেক ইউপি সদস্য নুরনবী তোতা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জহিরুল ইসলাম, দাতাসদস্য মাহবারুর রশিদ, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল banglaralonewsbd@gmail.com সিভি পাঠান: dainikbarisalerpran@gmail.com
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।