
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৪, ১১:৪১ এ.এম
ঘাটাইলে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী আরিফ হোসেন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন মুহাম্মদ আরিফ হোসেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান।
এ সময় মুহাম্মদ আরিফ হোসেনকে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।
এ ছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুস সালাম খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রজাপতি প্রতীকের প্রার্থী তাসলিমা জেসমিন। ঘোষিত ফল অনুযায়ী, মুহাম্মদ আরিফ হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৩১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লোকমান হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ হাজার ৯৫৩ভোট। আরিফ হোসেন ১০ হাজার ৩৬২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন বলেন, এ বিজয় ঘাটাইলের সাধারণ জনগণের। সবাইকে সঙ্গে নিয়ে ঘাটাইলকে মডেলরূপে সাজাব। আমি ঘাটাইল বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সঙ্গে সঙ্গে নির্বাচনে দায়িত্বরত সবার প্রতিও কৃতজ্ঞ।
ঘাটাইলের ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬০হাজার ৭শ ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮১ হাজার ২শ ৬৫ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৭৯ হাজার ৫শ ১৪ জন এবং হিজড়া ভোটার ২ জন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল banglaralonewsbd@gmail.com সিভি পাঠান: dainikbarisalerpran@gmail.com
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।