
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৪, ৯:৪৮ পি.এম
কাউখালীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতিসহ ৪ প্রার্থী জামানত হারান

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মটর সাইকেল প্রতীকে ২ হাজার ১১৪ ভোট প্রাপ্ত হন। যা উপস্থিত প্রাপ্ত ভোটের ১৫% এর নিচে। এ উপজেলায় ৪২.১৬% প্রাপ্ত ভোটার ভোট প্রদান করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপস্থিত ভোটারদের মধ্যে যে সকল প্রার্থী ১৫% ভোটের কম পাবে তাদের সকলেরই জামানত হারাবেন। অপরদিকে উপজেলা নির্বাচনের উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দোয়াত কলম মার্কায় মোহাম্মদ ফরিদুল ইসলাম খান। তিনি ভোট পান ১ হাজার ৩১৪। তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে জামানত হারান স্বতন্ত্র প্রার্থী পার্থ প্রদীপ সমাদ্দার টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট পান ২ হাজার ১৫৯ ও বই প্রতীক নিয়ে জামানাত হারান স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুম বিল্লাহ তার প্রাপ্ত ভোট ১ হাজার ৭২৪। উল্লেখ্য কাউখালী উপজেলায় সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২৬ হাজার ৭৫৩।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।