
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৪, ৭:৪৮ পি.এম
ব্রাহ্মণপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, জরিমানা, কারখানা বন্ধ

মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার নামের এক মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও নানা অনিয়মের অভিযোগে ওই প্রতিষ্ঠান বন্ধসহ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ( ২৩ মে ) দুপুরে উপজেলার সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম। এসময় স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, উপজেলার সদর বাজারে অভিযানে মিষ্টির ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করতে দেখা যায়। এ ছাড়াও নানা অনিয়মের অভিযোগে ওই ফ্যাক্টরি বন্ধসহ জরিমানা করা হয়েছে। যেকোনো পণ্য ক্রয় করতে ক্রেতাদেরকেও সচেতন হতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।