মোঃ সোহাগ নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী
আসন্ন কলাপাাড়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ০৫ জুন, বর্তমানে কলাপাড়া উপজেলার আধুনিক স্মার্ট উপজেলা বিনির্মাণে জনগণের মাঝে এডভোকেট ড. শামীম আল সাইফুল
সোহাগ ভোটের মাঠে জন প্রিয়তায় সবার শীর্ষে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আমি এডভোকেট ডঃ শামীম আল সাইফুল সোহাগ আমি আধুনিক স্মার্ট কলাপাড়া উপজেলা পরিষদ গড়ে তুলব আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, কলাপাড়া উপজেলার অসংখ্য উন্নয়ন মুলক কাজ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট ড. সাইফুল সোহাগ। তাই তাদের সিদ্ধান্ত কলাপাড়া উপজেলার রুপকার, আধুনিক স্মার্ট ও গ্রামকে শহর গড়ার কারিগর কেন্দ্রীয় যুবলীগের নেতা এডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ এর আনারস মার্কায় ভোট দিবেন বলে জানান। সাধারণ ভোটারদের মনের অনুভূতি হলো কেন্দ্রীয় যুবলীগের নেতা এডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ আমাদের সাথে এমন ভাবে মিশে গেছে যেনো তিনি আমাদের আপন ভাই বন্ধুর মতো।
বর্তমান কেন্দ্রীয় যুবলীগের নেতা এডভোকেট ড. শামীম আল সোহাগ বলেন, নির্বাচনে আমি যে প্রতিশ্রুতি দিবো তাঁর প্রায় ১০০% ই-পূরন করতে আমি সক্ষম হবো- ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, উন্নয়নের মার্কা আনারস মার্কা, লক্ষ্য দেখে পক্ষ নিন, আধুনিক স্মার্ট কলাপাড়া ও গ্রামকে শহর গড়ার পক্ষে, ভালো মানুষকে আপনাদের মহা মূল্যবান ভোটটি প্রদান করবেন তাহলে যেমন উন্নয়ন পাবেন তাঁর সাথে সাথে ভালো একজন সেবক ও নেতা পাবেন।
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামীম আল সাইফুল সোহাগ বলেন, আমি যেখানেই যাই আল্লাহর রহমতে জনগণের ভালবাসা পাই এবং আমায় ভালবাসে আমার জনসভায় তারা আসে। এতেই বুঝা যায় জনগণ আমাকে কতোটা ভালো বাসে। আমি উপজেলা বাসীর প্রতি খেয়াল রেখে কলাপাড়া উপজেলার অনেক রাস্তা, ঘাট কালভার্ড ও সামাজিক উন্নয়ন স্মার্ট উপজেলা গড়ার চেষ্টা করেছি, আর সব সময় তাদের কথা চিন্তা করছি,যে তাদের কি করে ভালো রাখা যায়। কেউ আমার কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইলে আমি তাৎক্ষণিক তাঁর ব্যবস্থা গ্রহন করি। গরিব অসহায় তাদের কাছে কোন টাকা পয়সা নেই, আমি গরিবের কথা চিন্তা করে আমি সাধারণ জনগনের সেবক হয়ে তাদের মাঝে মিলে মিশে জীবন যাপন করছি এবং আমার কিছু অসমাপ্ত কাজগুলো করার লক্ষ্যে আপনাদের সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।
লতা চাপলি ইউনিয়নের মানুষ বলেছে কেন্দ্রীয় যুবলীগের নেতা এডভোকেট ড.শামীম আল সাইফুল সোহাগ আমরা কখনো ভাবি নি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমাদের মাঝে আসবে অনেক বড় মাপের সে ভালো মনের মানুষ।
আমাদের অহংকার, কলাপাড়া উপজেলার সর্বত্র এমন উন্নয়ন মুলক অনেক কাজ করেছেন, যা বিগত আগের চেয়ারম্যান ও কাজ করিনি সে দেখিয়ে দিছে কাজ করতে পোস্ট লাগে না কাজ করতে মানবতা লাগে তিনি কলাপাড়া উপজেলার রুপকার, তিনি গ্রামকে আধুনিক স্মার্ট, শহরে রুপান্তরিত করার কারিগর, তিনি আরও বলেন উপজেলা কেন্দ্রীয় যুবলীগের নেতা এডভোকেট ডঃ শামীম আল সাইফুল সোহাগ যেখানেই যায় হাজার হাজার মানুষ তাকে দেখতে ছুটে আসে, আর বলে আমাদের উপজেলা কেন্দ্রীয় যুবলীগের নেতা শামীম আল সাইফুল সোহাগ মানুষটি অনেক ভালো, উপজেলার অসহায় মানুষের ভালো ও উপজেলার অসহায় মানুষের পরম বন্ধু। আমরা সবাই ০৫ জুন আনারস মার্কায় ভোট দিয়ে তাকেই জয় যুক্ত করবো ইনশাআল্লাহ।
কলাপাড়া উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের মানুষ বলেছে এডভোকেট ডঃ শামীম আল সাইফুল সোহাগ একজন ভালো মনের মানুষ, তাঁর সাথে সাধারণ জনগন আছে কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে, বিপুল পরিমাণ ভোটের মধ্যে দিয়ে সে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
বর্তমান কেন্দ্রীয় যুবলীগের নেতা ডক্টর শামীম আল সাইফুল সোহাগ ৫ জুন সারা দিন, আনারস মার্কায় ভোট দিন, কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন। আমিও তাদের ভালো বাসার মর্যাদা রাখবো। আমি শাসক না আমি জনগণের সেবক হয়ে তাদের মাঝে থাকতে চাই, আমি কলাপাড়া উপজেলা বাসীর কল্যানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]