ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্থগিত হওয়া কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে এসে এক যুবক আটক হয়েছেন।
রোববার (২৬ মে) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের ৪০ নং বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবক হলেন, উপজেলার লেশিয়ার এলাকার মো. মতিন ভুইয়ার ছেলে আরাফাত ভূঁইয়া (১৯)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম জানান, কসবার ৪০ নং বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার চেষ্টাকালে আরাফাত ভূঁইয়া নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত দন্ডবিধি ১৭১-চ ধারার অপরাধে আসামী আরাফাত ভূঁইয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার জানান, নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে ৫জন ম্যাজিস্ট্রেট সহ র্যাব,পুলিশ ও স্টাইকিং ফোর্স মাঠে রয়েছে।
এর আগে গত ২৮ এপ্রিল এক প্রার্থীর ব্যালট পেপার ভুল প্রতীক মুদ্রণ হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। তবে সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদ সহ মোট ৫৭ জন প্রার্থী ২৮ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার চারশত ৩৫ জন। মোট ১১টি কেন্দ্র ভোট গ্রহণ চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]