ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ হানিফ আহমেদ সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোছা রোকেয়া বেগমের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
উল্লেখ্য, গত ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সরাইল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩৯ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ শের আলম মিয়া ও ভাইস চেয়ারম্যান ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ হানিফ আহমেদ সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন মোছা রোকেয়া বেগম।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]