
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ২:৫১ পি.এম
কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করা হয়।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে ৩০ মে বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে সকালে দলীয় কার্যালয় দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও পবিত্র কোরআন খতম শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন, কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ ইমরান ফারুক, যুগ্ন আহ্বায়ক বদরুজ্জামান মিয়া, জিয়াউল হাসান লিকসন, গিয়াস উদ্দিন অলি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।