
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ১২:৫৬ এ.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আবু তৈয়ব অপির জয়
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে আবু তৈয়ব অপি জয়লাভ করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হাসান শরীফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা হক পপি জয়লাভ করেন। চেয়ারম্যন পদে চার জন প্রার্থীর মধ্যে আবু তৈয়ব অপি ৪৩৬৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী ৩১৪৭০ ভোট পান। এছাড়া দোয়াত কলম প্রতীকে আমিনুল ইসলাম সুজন ১৮৮৮ ভোট ও টেলিফোন প্রতীকে সরকার জহিরুল হক মিঠুন ৪১১৮ ভোট পান। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে নাজমুল হাসান শরীফ ২৬১৩০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটে তোমার প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকে মোঃ অপু ২৫৫২৬ ভোট এবং বই প্রতীকে মাসুক সরকার ৩৫০৭ ভোট, টিউবওয়েল প্রতীকে মোহাম্মদ আক্রামুল হক ৪৫১৪ ভোট, টিয়া পাখী প্রতীকে আবু মুসা ১৩৩২৩ ভোট, মাইক প্রতীকে সৈয়দ মেহেদী হাসান ৬৮৭১ ভোট পান।
মহিলা ভাইস চেয়ারম্যন পদে হাঁস প্রতীকে মোসাঃ তাহমিনা হক পপি ৩৫৪০৬ ভোট পেয়ে জয় লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে জাহানারা বেগম ২৪৬১৭ ভোট এবং শামীমা আক্তার চৌধুরী ফোটবল প্রতীকে ১৮৩৬০ ভোট পান। ব্রাহ্মণপাড়া উপজেলায় ৭২ টি কেন্দ্রে মোট ভোটার ১৮৬২০৮ জন। ভোট প্রয়োগের শতকরা হার ৪৫.০২।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।