এনামুল বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরখিদিরপুর গাজী বাড়ির আজিজুল হকের একমাত্র ছেলে। তিনি প্রবাসে ছিলেন। করোনার প্রকোপ চলাকালীন সময়ে দেশে আসলে আর বিদেশ যেতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
তার বন্ধু স্থানীয় আবু তাহের বলেন, শুক্রবার দিনভর বাড়ির পাশের একটি পুকুরে পাম্প লাগিয়ে সেচ করে এনামুল। সন্ধ্যায় হয়ে যাওয়ায় তাতে ইলেক্ট্রিক লাইট লাগিয়ে মাছ ধরেন। রাত সাড়ে ৮টার দিকে লাইট খুলতে গিয়ে এনামুল বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ১১টায় তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এনামুল ১বছর ৩মাস আগে বিয়ে করেছিলেন। তার সংসারে ৩মাসের একটি ছেলে রয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]