মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এমাদুল হক মনির টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মিলন মাহমুদ বাচ্চু এর আগে ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
রোববার (৯ জুন) রাতে ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন এ ফলাফল ঘোষণা করেন।
কাঁঠালিয়ায় এমাদুল হক মনির দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৩৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া সিকদার কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৮১ ভোট। রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা আক্তার লাইজু দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট।
এ ছাড়া রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল হাসান বাপ্পি বই প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৫১ভোট এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে নাসরিন আক্তার সেলাইমেশিন প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৯০ ভোটে নির্বাচিত হয়েছেন। আর কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজী বই প্রতীকে পেয়েছেন ৯হাজার ৭০৩ ভোট এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে সাহিদা আক্তার বিন্দু প্রজাতি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮৩৪ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]