রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পুনরায় বিমানবন্দর চালু ও মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে দীর্ঘ এক কিলোমিটার পথে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
আজ (১২ জুন) বুধবার সকালে জেলাবাসির উদ্যোগে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ঢাকা থেকেএ জেলার দুরত্ব প্রায় পাঁচশ কিলোমিটার। বর্তমানে যানজোটের কারনে বাসে যেতে সময় লাগে প্রায় ১৩ ঘন্টা। এতে মানুষ চরম ভোগান্তির শিকার হয়। অন্যদিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরটির জায়গা সংরক্ষনে প্রাচীর নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ শুরু করেছে।
এ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এখন বিমানবন্দরটি চালু করা জরুরি হয়ে পরেছে। আর এ বন্দরটি চালু হলে আর্থ সামাজিক উন্নয়নে ব্যপক ভুমিকা পালন করবে। সেই সাথে ভারত, নেপাল, ভুটানসহ বেশ কয়েকটি দেশ ব্যবসা বাণিজ্যে ভুমিকা রাখবে। তৈরি হবে কর্মসংস্থান। উত্তরের এ জেলায় বিমান বন্দরটি চালু হয়ে আশ পাশের কয়েকটি জেলার প্রায় ৪০ লাখ মানুষের যোগাযোগ ব্যবসায় সুফল পাবে।
এছাড়া বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্রতিদিন প্রায় ৬-৭শ রোগি চিকিৎসা নিচ্ছে। গড়ে ভর্তি থাকছে প্রায় চারশ রোগি তাই এ জেলায় একটি মেডিক্যাল কলেজ স্থাপন করার বিষয়টি অনেক বেশি গুরুত্বপুর্ন।
রোগির চাপে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা হিমসিম খাচ্ছে। ফলে উপায় না পেয়ে সামান্য জটিলতা রোগীকে পাঠিয়ে দিচ্ছেন রংপুর কিংবা দিনাজপুরে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগি ও স্বজনরা।
বাস্তবতা বিবেচনায় মেডিক্যাল কলেজ স্থাপন ও ঠাকুরগাঁও বিমানবন্দরটি পুনরায় চালু করায় এখন সময়ের দাবিতে পরিনত হয়ে পরেছে। আমরা চাই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দ্রুত এ বিষয়ে উদ্যোগ গ্রহন করবেন সরকার।
মানববন্ধন কর্মসুচিতে জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ একাত্বতা প্রকাশ করেন। আওয়াজ তুলেন বিমানবন্দর চালু ও মেডিক্যাল কলেজ স্থাপনের।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]