দেলোয়ার হোসেন সোহেল, তানোর উপজেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গোদাগাড়ী উপজেলা বাসী সহ সমগ্র পৃথিবীর মমিন মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সদ্য উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।
বেলাল চেয়ারম্যান তার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দু’টি ঈদই আনন্দের দিন।
এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
পরিশেষে গোদাগাড়ী উপজেলার সকল শ্রেণী পেশার মানুষেকে ঈদুল আযহার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]