রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
অসুস্থতা জনিত কারণে মৃত্যূবরণ করা কুষ্টিয়ার ভেড়ামারার সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বাদ আছর ভেড়ামারার বর্ষিয়া ভেড়ামারা সরকারি কলেজ মাঠে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারার বরেণ্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ তার জানাজায় উপস্থিত হন।
দিপু খান ভেড়ামারার একজন জনপ্রিয় সাংবাদিক ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি নিষ্ঠার সাথে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারো টার সময় অসুস্থতা জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
ভেড়ামারার অতি পরিচিত মুখ বৃহস্পতিবার দিপু খানের মৃত্যুর সংবাদ শহরের ছড়িয়ে পড়লে এলাকার শোকের ছায়া নেমে আসে। দিপু খানের বিয়োগ বেদনায় সহকর্মী সহযোদ্ধা সাংবাদিকগণ বিমর্ষ হয়ে পড়েন।
বিগত তিন -চার মাস যাবৎ তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এমতাবস্থায় তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে।
ভেড়ামারা সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে সাংবাদিক দিপু খানকে স্থানীয় ফারাকপুর গোরস্থানে দাফন করা হয়।
ভেড়ামারা প্রেসক্লাবের পক্ষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]