
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৪, ৭:৫৯ পি.এম
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে জরিমানা
মোঃ অপু খান চৌধুরী।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মফিজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
৩০ জুন (রবিবার) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স.ম আজহারুল ইসলাম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত একটি ভ্যারাইটিজ স্টোর এর সত্বাধিকারী মফিজুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মফিজুল ইসলাম অনেক দিন যাবত তার দোকানে মানহীন খাদ্যদ্রব্য বিক্রি করে আসছে। মানহীন খাদ্য দ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স.ম আজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মফিজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি এ ধরনের মানহীন খাদ্যদ্রব্য আর বিক্রি করবে না বলে অঙ্গীকার করেন। এ সময় ব্রাহ্মণপাড়া সেনেটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে তাদেরকে সহযোগিতা করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।