শরীয়তপুর প্রতিনিধি, ভিডিও তথ্যচিত্রেঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ।
শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে (সোমবার প্রহেলা জুলাই ২০২৪) হইতে আজ বুধবার কর্মবিতরি আন্দোলন তৃতীয় দিনের মতন চলচ্ছে। সকাল ১০ ঘটিকা হতে বিকাল চারটা পর্যন্ত তাদের কর্মবিরতি চালিয়ে যাওয়া ঘোষণা দেন আন্দোলনত সকল কর্মকর্তা কর্মচারি তাদের দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি ও মানববন্ধন করেন। শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে প্রায় ৪০০ শতজন কর্মকর্তা ও কর্মচারি কর্মরত আছেন। শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতার ৪ টি জোনাল অফিস, আর ২টি সাব- জোনাল নিয়ে ঘঠিত, শরীয়তপুর পল্লীবিদ্যুৎসহ সকল জোনাল ও সাব- জোনালের এ, জি,এম,জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইনম্যান,লাইন- ক্রুরু,লাইন ট্যাকনিশিয়ান, লাইন শ্রমিক, আইটি, ডাটাএন্টি, বিলিং সুভার ভাইজার,বিলিং সহকারী,মিটার লিডার কাম মেসেঞ্জার এই আন্দলোনে অংশগ্রহণ করেন।
https://youtu.be/gqoH51ykVOo
জুনিয়ার ইঞ্জিনিয়ার ও লাইনম্যানরা বলেন, সারা বাংলাদেশে পল্লীবিদ্যুৎ সমিতি এমন একটি প্রতিস্ঠান আমরা যেখানে ৮ ঘন্টা ডিউটি করার কথা থাকলে আমাদেরকে ১৮ হতে ২০ ঘন্টা ডিউটি করায়, নাই কোন ওভারটাইম, নাই কোন বেতনের বাহিরে দিন বাত কাজ করি, নাই কোন সপ্তাহিক ছুুটি, শুক্র ও শনিবার কাজ করতে হয়, আর ঝড় তুফান হলে ঐ রাত দিন ২৪ ঘন্টা কাজ করে বিদ্যুৎ সচক রাখতে হয়।
আর লাইন শ্রমিক তারা বলেন, জীবনের ঝুকি নিয়া কাজ করি, তার পরও আমাদেরকে চুক্তিভিক্তিক করে রাখছে, কাজ আছে মজুরী আছে, কাজ নাই মজুরী নাই, আমাদের কোন ঈদ বোনাস পর্যন্ত নাই, বিলিং সহকারী তারা বলেন আমরা যেই বেতন নাই, তার দিয়ে দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারি না, মিটার লিডার কাম মেসেঞ্জারা বলেন চুক্তিভিক্তিক করে প্রতি বছর চুক্তি করতে হয় আর উনিশ হতে বিশ হলে চাকুরী হতে ছাটাই করা হয়, আমরা এই আন্দোলন হল বৈষম্য দুরীকরণ ও চাকুরী নিয়মিত করার জন্য আন্দোলন চালিয়ে যাব, এই ব্যপারে পল্লীবিদ্যুৎ সমিতি জি এম এর সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি না। জি এম বলে এই সিদ্ধান্ত পল্লীবিদ্যুতান বোর্ড বা চেয়ারম্যান সিদ্ধান্ত নিবে আমার কোন মন্তব্য নাই।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]