
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৮:০৭ পি.এম
ব্রাহ্মণপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

মোঃ অপু খান চৌধুরী।।
নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করার দায়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আল বারিয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ৪ জুলাই ) সন্ধ্যায় উপজেলার সাহেবাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের ( বিএসটিআই ) পরিদর্শক ( কুমিল্লা ) কাজী মো. শাহান ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবাবাদ বাজারে নোংরা বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ ব্যাতিত, খাদ্যে রং ব্যবহার করার আলামত পাওয়ায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনের অপরাধে এক বেকারীর মালিক জনাব হুমায়ুন কবিরকে নগদ ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।