এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে গোসল করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে মাসুদ রানা (৩২) নামে এক যুবকের। আজ শুক্রবার (১২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালখালী ৯নং আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা মুন্সি চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ রফিক কোম্পানি বাড়ির মৃত আবু বক্করের ছেলে। পরিবার নিয়ে নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদের মোহাম্মদ মিয়া মাস্টারের বাড়িতে থাকতেন মাসুদ।
মাসুদের মা বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাসুদ শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শ্বশুর বাড়ির পশ্চিম পাশের নুর বক্স সওদাগরের পুকুরে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে। সে সাঁতার জানতো না।
মাসুদের মামা শ্বশুর কবির আহাম্মদ জানান, গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ পরও মাসুদ ঘরে ফিরে না আসায় তাকে ডাকতে পুকুর ঘাটে গেলে তার জামা-কাপড় দেখতে পাই। সাথে সাথে পুকুরে নেমে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, ভোর ৬টায় মাসুদ রানা নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]