শাহিদুল ইসলাম কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার ১ নং কয়রা গ্রামের আলমগীর ও তার সহযোগিদের দ্বারা কয়রা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এসএম আমিনুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও জীবন নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক,কর্মচারী ও ছাত্রীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১২ টায় কয়রা সদরের তিন রাস্তার মোড়ে মানব বন্ধন শেষে সন্ত্রসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তৃতা করেন কয়রা সরকারী মহিলা কলেজের অধ্যাপক নুরুজ্জামান মল্লিক, অধ্যাপক জহরুল ইসলাম, অধ্যাপক মোস্তফা ওলিউল্লাহ, অধ্যাপক মোস্তফা বাবুল আখতার, অধ্যাপক মোঃ বাবুল ইসলাম, সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্ময়ক মোশারাফ হোসেন রাতুল, কলেজের শিক্ষার্থী মৌমিতা প্রমুখ। মানব বন্ধনে শত শত ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এ সময় বক্তরা অধ্যক্ষ এসএম আমিনুর রহমানের উপর হামলাকারী আলমগীর ও তার সহযোগিদের গ্রেফতারে দাবি জানন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]