মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ
বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সহ-সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুজিবুর রহমান চৌধুরী রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। ডেঙ্গু আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জন্মলগ্ন থেকে এই প্রবীণ সাংবাদিক কর্মরত ছিলেন। রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন মুজিবুর রহমান চৌধুরী। তার গ্রামের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পৌরসভা কালিকাপুর, তিনি স্থানীয় বড়াইগ্রাম ইউনিটি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ছিলেন।
আজ বৃহস্পতিবার ভোর ৪ টায় বারডেম হাসপাতালের আইসিইউতে মারা যান। তিনি ডেঙ্গু ও কিডনি সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন।
আজ দুপুর ১ টায় বাংলাদেশ প্রতিদিনের সামনে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, পরে মানিক নগরে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে মুগদা এলাকায় দাফন করা হবে। মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন গণমাধ্যম এর সাংবাদিকরা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]