বিশেষ প্রতিনিধি:
চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন করেছে পিরোজপুরে কর্মরত আনসার সদস্যরা। শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তাদের জেলা কার্যালয়ে গিয়ে শেষ করেন।
এরপর তারা জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এর আগে বিক্ষোভকারীরা সিও অফিস চত্ত্বরে একটি মানববন্ধন করেন।
এ সময় বক্তরা বলেন, অন্যান্য সশস্র বাহিনীর মত তাদেরও অস্র চালানো সহ অন্যান্য প্রশিক্ষণ রয়েছে।
এরপরও তাদেরকে জাতীয়করণ করা হয় নাই। এছাড়া তাদের কে ৩ বছর পর পর ৬ মাসের জন্য তাদের কাজ থেকে বিরত রাখা হয়। এতে করে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় তাদের। তাদের দেশের সকল আনসার সদস্যদেরকে জাতীয়করণের দাবি জানান তারা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]