আলিফ বিন রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কমপ্লেক্স ভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সিংড়া প্রেস ক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরামের আয়োজনে শনিবার (২৪ আগস্ট) দুপুর ১টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি মো. এমরান আলী রানা'র সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানব কন্ঠ প্রতিনিধি সৌরভ সোহরাব, ডেইলি সান প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী, সময়ের আলো প্রতিনিধি শহিদুল ইসলাম সুইট, দৈনিক জবাবদিহির প্রতিনিধি আলিফ বিন রেজা, লেখক ও কবি আবুল হোসেন, মাহবুব আলম মান্নান, জয়নাল আবেদীন, রিক্তা বানু, রাজ কালাম, মুফতি জাকারিয়া মাসউদ, আজাহার আলী, ওহিদুর রহমান কবির, সাংবাদিক শোভন আহমেদ সাদ্দাম, কাবিল উদ্দিন কাফি, ছাত্র নোমান ফয়সাল, সজিব সরদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় গণমাধ্যমের ওপর হামলার ঘটনা ঘটে, যা দুঃখজনক। কিছু দিন আগে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কমপ্লেক্স ভবনে সন্ত্রাসী হামলা-ভাঙচুর হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]