সিরাজগঞ্জ প্রতিনিধি :
অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারিতা, পরকীয়া,বিদ্যালয়ে অনুপস্থিত, অনৈতিক কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের পদত্যাগ দাবী করছে শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে উক্ত স্কুলের শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, ক্লাশ বর্জন অব্যাহত রেখেছে।
এ ছাড়াও উক্ত স্কুলের প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের অনৈতিক কর্মকান্ডের বিষয়টিও প্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়া প্রেমের কারনে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দুশ্চরিত্রা শিক্ষিকা রহিমার অপসারনও দাবী করেছে তারা। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা রহিমার পদত্যাগ দাবীতে মঙ্গলবার বেলা ১১ টায় স্কুল মাঠে আবারো মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সলঙ্গার সাধারন শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।
স্কুলের শিক্ষার্থী নাসির উদ্দীন ও শাওন, রফিক, হেলালসহ অনেকে জানায়, নানাবিধ ফিয়ের নামে নিয়মিত আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া হতো। স্কুলের বাহিরে নামে বেনামে কোচিং বাণিজ্য সেন্টার খুলে সেখানে কোচিং পড়াতে বাধ্য করা হত।
মেহেদী হাসান সরকার, সিজান আহমেদ, ইমরান হাসান নামে আরও শিক্ষার্থী জানায়, আমাদের দাবি না মানলে আমরা ক্লাসে ফিরবো না এবং আগামী আরও বৃহৎ কর্মসুচী দিতে বাধ্য হব। এ ছাড়াও তাদের অপসারন দাবীতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলীগণ উপজেলা নির্বাহী অফিসার-রায়গঞ্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার বাহিনী আন্দোলন স্থগিত করতে শিক্ষার্থী মেহেদী, নাসিরসহ কয়েকজনকে হত্যার হুমকী দিলে তারা সলঙ্গা থানায় ডায়েরী করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]