বিশেষ প্রতিনিধি:
দুর্নীতির ও অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর সদর উপজেলাধীন চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক হাওলাদার এর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মাদ্রাসা ক্যাম্পাসে জড়ো হয়ে মালেক এর দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। এরপর তারা সেখানে একটি মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও স্থানীয়রা অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, মালেক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের ইচ্ছেমত স্বেচ্ছাচারি হিসেবে মাদ্রাসাটি পরিচালনা করছেন। এছাড়া তিনি মাদ্রাসা থেকে সকল অর্থ আত্মসাৎ করেছেন। মাদ্রাসার নিয়োগ ছাড়াও অন্যান্য সকল কার্যক্রম তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পন্ন করেন। এছাড়াও তিনি প্রচন্ডভাবে নারীলোভী। বিভিন্ন সময় তিনি নারীদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন।
এ পর্যন্ত তিনি ৩টি বিয়ে করেছেন। তার আরও স্ত্রী থাকতে পারে বলে দাবি তাদের। এছাড়াও তিনি বিগত হাসিনা সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে শিক্ষকদের উপর বিভিন্ন ধরণের অন্যায় অত্যাচার করেছেন। তাই আব্দুল মালেক দায়িত্বে থাকলে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি পাঠদান মারাত্মকভাবে বিঘ্ন হবে।
এজন্য বক্তারা অধ্যক্ষ পদ থেকে আব্দুল মালেককে অপসারণের দাবি জানান। এছাড়াও তার সকল অপকর্মের সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনারও দাবি তাদের। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মাদ্রাসার সামনের রাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]