হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি বান্দরবান:
বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্তে স্বর্ণসহ ২ মিয়ানমার নাগরিক আটক বিজিবির। নাইক্ষংছড়িসবথ ১১ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানে চালিয়ে এ সব পণ্য জব্দ এবং ২ চোরাবারবারীকে আটক করে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ১ভরি ৬ আনা স্বর্ণেরপাত, মিয়নমারের টাকা আর বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার বাংলাদেশি পন্য।
আটককৃত ব্যক্তির নাম মিউলাই ওয়া (২৭) এবং যইথোয়াই মংমার্মা (১৮)। তারা মিয়ানমারের নাগরিক।
বিশ্বস্থ সূত্র আরো জানান, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাণ্ডাঝিরি নামক এলাকায় বিজিবির চেকপোস্টে স্বর্ণালংকার ও মিয়নমারের ৩৮ হাজার ও বাংলাদেশি ৫৫ হাজার টাকা এবং বাংলাদেশি তৈরি বিভিন্ন প্রকারের পন্য সহ ওই ২ মিয়ানমার নাগরিককে আটক করে ১১বিজিবি।
তবে এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়কের বক্তব্য নিতে চেষ্টা করলেও তার ফোন রিসিভ না করা ওনার বক্তব্য ছাপা হয় নি।
তবে বিজিবি সূত্রটি জানিয়েছেন, মাদক ও যেকোন অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক আছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]